যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে করোনার টিকার সনদ দেখানোর প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, ইউএসসিআইএস জানিয়েছে যে, আইনি স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার জন্য টিকা গ্রহণের প্রমাণ-সংক্রান্ত নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না।
এদিকে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসী নীতির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, যেসব অভিবাসী দুই বছর বা তার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ প্রমাণ দেখাতে পারবেন না, তারা বহিষ্কৃত হবেন।
তবে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত ট্রাম্পের একটি নির্বাহী আদেশ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। কারণ, এই সুবিধা সংবিধানে সংরক্ষিত, এবং ট্রাম্প কীভাবে এটি কার্যকর করবেন, তা এখনও স্পষ্ট হয়নি।